মুন্সীগঞ্জে শিশুদের ঝগড়ায় যুবক খুন
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংসপুরা গ্রামে ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ খুনের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহিন দেওয়ান (৩০)। তিনি কংসপুর গ্রামের মো. শাজাহান দেওয়ানের ছেলে। ঘটনার পর থেকে হত্যার অভিযোগ ওঠা শাহিনের চাচাতো ভাই রিয়াজুল দেওয়ান (২৮) পলাতক। তাঁরা একই বাড়িতে থাকতেন।
কংসপুর গ্রামের লোকজন জানান, বৃহস্পতিবার গ্রামের শাহিন দেওয়ান ও তাঁর চাচাতো ভাই রিয়াজুল দেওয়ানের বাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির ২০০ গজ দূরে মোয়াজ্জল মিয়া ও কানার মুদি দোকানের মাঝামাঝি স্থানে রিয়াজুল ছুরি নিয়ে শাহিনের বুকে কোপ দেয়। শাহিন মাটিতে লুটিয়ে পড়লে রিয়াজুল ছুরি নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ও শাহিনের স্বজনরা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ময়নাতদন্তের জন্য শাহিনের মরদেহ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। আসামি রিয়াজুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।