মৌলভীবাজারে পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার মো. শাহজালালের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি।
ইফতার-পূর্ব এক আলোচনা সভায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের চলমান অবস্থায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের যথেষ্ট অবদান রয়েছে। তিনি পুলিশ ও জনগণের উদ্দেশে বলেন, পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ শফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. কামরুল হাসানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে মন্ত্রী দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন।