চাঁদপুরে চার হাজার ইয়াবাসহ নারী আটক
চাঁদপুর লঞ্চঘাট থেকে চার হাজার ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে আটক করা হয়।
ওই নারীর নাম হাজেরা বেগম (৩৫)। তাঁর বাড়ি কক্সবাজার সদর থানার বিসিক মুহুরী গ্রামে। তাঁর স্বামীর নাম রফিক।
নৌপুলিশের উপপরিদর্শক (এসআই )মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা ফোর্স নিয়ে চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালান। এই সময় লঞ্চঘাটের কাউন্টার থেকে টিকিট কাটছিলেন হাজেরা বেগম। সেখানে গিয়ে হাজেরা বেগমের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাঁর ব্যাগ থেকে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে নৌপুলিশের সহযোগিতায় ইয়াবাসহ হাজেরা বেগমকে চাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাজেরা বেগম জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী রফিক ড্রাইভার ইয়াবা নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর স্বামী পালিয়ে যান। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ১২ লাখ টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানিয়েছে।