মঈন খানের ইফতার মাহফিলে হামলা
নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার উপজেলার ডাংগায় বিরিন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আব্দুল মঈন খান রাতে এনটিভি অনলাইনের কাছে ঘটনার জন্য ‘স্থানীয় সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।
হামলাকারীদের নাম উল্লেখ না করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘কারা এ হামলা করেছে তা সবাই জানে। পুলিশের উচিত তাদের বের করা।’
স্থানীয়রা জানান, মঈন খানের সম্মানে এ ইফতারের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইফতারের আধা ঘণ্টা আগে মঈন খান সেখানে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। দলীয় নেতাকর্মীর বাইরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন।
এর কিছু পরেই একদল সশস্ত্র লোক ইফতার মাহফিলে হামলা চালায়। তারা মঞ্চ ও প্যান্ডেল ভাংচুর করে। ইফতার সামগ্রী ফেলে দেয়। হামলাকারীরা এলোপাথাড়ি লোকজনকে পিটাতে থাকে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
হামলার সময় ড. মঈন খানকে নেতাকর্মীরা ঘিরে রাখে। পরে তিনি অক্ষত অবস্থায় গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে জানার জন্য পলাশ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইলে বেশ কয়েকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।