শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি
সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার দেশের সকল থানা, উপজেলা, পৌরসভা ও জেলা সদরে এবং মহানগরের প্রতিটি ওয়ার্ডে এ কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। অবরোধের কর্মসূচিও বহাল থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই বিবৃতিতে সরকারকে সতর্ক করে দিয়ে বলা হয়, এর মধ্যে দাবি না মানলে আগামী রোববার থেকে সর্বাত্মক হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাতের খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে পুলিশ বাহিনীর লোকজন। কার্যালয়ে অবস্থানরত সবাই এখনো অভুক্ত অবস্থায় আছেন। ভাতে মারার আর পানিতে মারার নীতি অবলম্বন করে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট ক্যাবলসহ সব যোগাযোগ বন্ধ করে দিয়ে শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিষ্ঠুর কায়দায় হত্যার ষড়যন্ত্র করে যাচ্ছেন।’