‘চাঁদা না দেওয়ায়’ হামলা-ভাঙচুর, অন্তঃসত্ত্বাসহ আহত ১২
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১২ জন আহত হয়েছেন। চাঁদা না দেওয়ায় ওই হামলা করা হয় বলে জানিয়েছেন হামলার শিকার ব্যক্তিরা। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার দুপুরে পলাশবাড়ীর জামালপুরে ওই হামলা হয়। আহত বাবলু মিয়া আশঙ্কাজনক অবস্থায় আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দারা জানান, দু্র্বৃত্তরা মনোয়ারা বেগমসহ (৪৫) তাঁর স্বজনদের বাড়িতে হামলা চালায়। গত ২০ মে মনোয়ারা বেগম ও তাঁর ভাই বাবলু মিয়া নিজেদের জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে দুর্বৃত্তরা তাতে বাধা দেয় এবং চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ তাদের ওপর হামলা করে এবং বাড়ি ভাঙচুর করে। হামলায় বাবলু মিয়া, মোস্তফা, মনোয়ারা বেগম, মিন্জু, শাকিলা, মনোয়ারুল, সুরুজ, সোহানা, শিখা মনি, সাগর, অন্তঃসত্ত্বা রেশমি ও শাকিব আহত হন।
আহত বাবলু মিয়ার স্ত্রী মিনারা বেগম জানান, রেজাউল মিয়া, মিঠু মিয়াসহ ছয়-সাতজন মিলে ওই হামলা করে। তিনি বলেন, রেজাউলের বিরুদ্ধে এর আগে থানায় অভিযোগ করা হয়েছে। তবে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্যই আজ তারা এ ধরনের হামলা করার সাহস পেয়েছে।’
এ ব্যাপারে রেজাউলসহ ছয়জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রেজাউলে সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল মনোয়ারা বেগম ও বাবলু মিয়ার।
হামলার ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, জমি সংক্রান্ত কারণে ওই ঘটনা ঘটেছে। এর আগে জমির কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় ডাকা হলেও তারা কোনো কাগজপত্র নিয়ে আসেনি। সংঘর্ষের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।