মুন্সীগঞ্জে দুই নৌযানের সংঘর্ষে শ্রমিক নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আলমপুর এলাকার ইছামতির শাখা নদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার এনটিভি অনলাইনকে জানান, সংঘর্ষের সময় শ্রমিক আক্তার ট্রলারের সামনে বসে ছিলেন। দুর্ঘটনায় তাঁর মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।
পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আক্তারের বাড়ি পাবনায়। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।