স্পিডবোটের সংঘর্ষে সেনাসদস্য নিহত
মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের কাওরাকান্দি নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ সেনাসদস্য নাজমুল আলমের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। নৌপথের কাঁঠালবাড়ি এলাকার হাজরা চ্যানেলে পদ্মা নদী থেকে আজ শনিবার বেলা ৩টার দিকে নাজমুল আলমের (২৭) লাশ উদ্ধার করে মাদারীপুরের শিবচর থানার পুলিশ। সংঘর্ষের ঘটনায় এখনো এক যাত্রী নিখোঁজ আছেন।
নাজমুল নড়াইলের লোহাগড়া উপজেলার আতিয়ার শেখের ছেলে। ছয়দিনের ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থল রংপুর ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন তিনি।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে দুটি বিপরীতমুখী স্পিডবোটের সংঘর্ষ হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মিয়া জানান, এই দুর্ঘটনায় আটজন আহত হন। দুই যাত্রী নিখোঁজ হন। এদের মধ্যে নাজমুলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।