বেনাপোলে নববধূর লাশ উদ্ধার
যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামে সাথী খাতুন (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। যৌতুকের জন্য স্বামী হত্যা করেছে বলে সাথীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
নিহত সাথী শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের আতিয়ারের মেয়ে। তাঁর স্বামী গয়ড়া গ্রামের শাহিন ঘটনার পর থেকে পলাতক।
আতিয়ার রহমান বলেন, ‘মাত্র সাত মাস আগে শাহিনের সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের দুই মাস পর থেকে শাহিন যৌতুকের জন্য তাকে চাপ দেন। কিন্তু টাকা দিতে না পারায় মেয়ের ওপর নির্যাতন শুরু করে। গতকাল শুক্রবার রাতে যৌতুকের দাবিতে শাহিন ও তার মা পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। পরে আমাদের খবর দেয় সাথী আত্মহত্যা করেছে।’ বিষয়টি মীমাংসার জন্য ছেলের পরিবার দুই লাখ টাকা দিতে চেয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে সাথীর লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।