টর্নেডোর আঘাতে রাঙ্গাবালীতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
টর্নেডোর আঘাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজের তিনটি গ্রামের বেশকিছু ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
আজ বুধবার ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল রাত ২টা পর টর্নেডোটি চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার, বাইলাবুনিয়া বাজার ও দারভাঙা বাজারে আঘাত করে। এটি তিন মিনিট স্থায়ী ছিল। এর প্রভাবে অর্ধশত বসতঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বিধ্বস্ত হয়। এ ছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয় শতাধিক ঘরবাড়ি।
এ সময় অনেক গাছপালা উপড়ে পড়ে। ইউনিয়নের এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি সংস্থা স্যাপ বাংলাদেশের কার্যালয়, বন বিভাগের রেঞ্জ কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়, বাইলাবুনিয়া জামে মসজিদ ও দারভাঙা জামে মসজিদের টিনশেড ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। এ ছাড়া বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবি বাগে জান্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার টিনশেড কক্ষ উড়িয়ে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) এ বি এম সাদিকুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা করে পরবর্তী সময়ে আরো সহায়তা দেওয়া হবে।