মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মাদারীপুরের রাজৈর উপজেলার শাফিয়া শরীফ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে আজ শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের কাছ থেকে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার গ্রামীণ ব্যাংকের জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক গোলাম ফারুক মাসুম (৪০) স্ত্রী, সন্তান ও শ্যালিকাকে নিয়ে পিকআপ ভ্যানে করে ফরিদপুরের দিগনগরে যাচ্ছিলেন। পথে রাজৈরের শাফিয়া শরীফ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সঙ্গে জোরে ধাক্কা দিলে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপে থাকা গোলাম ফারুক মাসুম মারা যান। আহত হন তাঁর স্ত্রী ডলি খানম, দুই মাসের শিশুকন্যা মাইসুমা, শ্যালিকা তাবিয়া আক্তার ও অজ্ঞাতনামা এক যুবক।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।