দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর উঠল বাস, নিহত ৪
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাককে ধাক্কা দিলে চারজন নিহত হয়। এ সময় আহত হয় আরো ১০ জন।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ এনটিভি অনলাইনকে জানান, ইফতারির পরপর উপজেলার মিয়া বাজারে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে পিরোজপুরগামী বলেশ্বর পরিবহনের একটি বাস পেছন থেকে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় আরো দুজন মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার।