গ্রামে দুই পক্ষের সংঘর্ষ, শিশু-নারীসহ আহত ৩০
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শিশু-নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ।
জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের গোপালাশ্রম গ্রামে শনিবার বেলা সোয়া ১১টার দিকে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। থেমে থেমে এ সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা।
সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত ব্যক্তিদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম জানান, অবস্থার অবনতি হওয়ায় নায়েব আলী, শান্তু মিয়া, হানেছ, রুবেল, শাহিনুর আক্তার, রশিদ মিয়া, আহির উদ্দিন, রেনু, আঞ্জু ও ছাদেককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, গোপালাশ্রম গ্রামের বাসিন্দা ফারজুল ইসলামের সঙ্গে একই গ্রামের ওয়াশিদ মিয়ার পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই নারী ও শিশুসহ প্রায় ৩০/৩৫ জন আহত হন।
অভিরঞ্জন দেব আরো জানান, অভিযান চালিয়ে দুই পক্ষের নয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’