কালনীর বগি লাইনচ্যুত
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন বন্ধ
নরসিংদীর ঘোড়াশালে সিলেটগামী কালনী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঘোড়াশাল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আজিজ আহমেদ মজুমদার এনটিভি অনলাইনকে জানান, বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। টঙ্গী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
ট্রেন চলাচল কতক্ষণ পর স্বাভাবিক হবে তা জানাতে পারেননি উপসহকারী প্রকৌশলী।