বরিশাল ও খুলনা বিভাগে বাস ধর্মঘটের হুমকি
আসন্ন ঈদ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছে জেলা বাস মালিক সমিতির নেতারা। আগামী ২৩ জুনের মধ্যে জেলা প্রশাসনের সিদ্ধান্ত বাতিল না করা হলে ১ জুলাই থেকে বরিশাল ও খুলনা বিভাগে ধর্মঘটের হুমকি দিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দূর-দূরান্ত থেকে ছুটে আসা ঘরমুখো মানুষ, ঈদের কেনাকাটা করতে আসা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বরগুনার সব রুটে সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। একই সঙ্গে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বরগুনা-বেতাগী পথে বাস ভাড়াও নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। গত রোববার বরগুনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আরটিসির সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, যাত্রীদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সব শ্রেণি-পেশার লোকজন।
তবে বাসমালিকদের দাবি, একপেশে সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
আজ দুপুরে সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা কিসলু বলেন, জেলা প্রশাসনের এমন সিদ্ধান্ত ২৩ জুনের মধ্যে বাতিল করতে হবে। তা না হলে আগামী ১ জুলাই থেকে বরিশাল ও খুলনা বিভাগের সব পথে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে। এ সময় তিনি সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন, নির্বাহী সম্পাদক মো. নিজামুল আহসান নাজিম, যুগ্ম সম্পাদক গোলাম আহাদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম কবির ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাহাবুদ্দিন সাবু।