মাটি খুঁড়ে সোনা-রূপার গয়না!
মুন্সীগঞ্জে মাটির নিচ থেকে সোনা ও রূপার গয়না উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় একটি বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য মাটি কাটার সময় এই গয়নাগুলো পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক লায়ন মো. ফজলুল হকসহ ছয়জনকে উপজেলা কর্মকতার কার্যালয়ে আনা হয়েছে। ফজলুল হক সদর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মো. নুরুল ইসলামের ছেলে।
উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) সারাবান তাহুরা বলেন, ‘আজ সকালে মাটি কাটার সময় শ্রমিকরা একটি তামার কৌটা পায়। বাড়ির মালিককে দেখানোর পর জানাজানি হয়ে যায়। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ নিয়ে আমরা কৌটাটি উদ্ধার করি। তার মধ্যে প্রায় ২০০ গ্রাম সোনা রূপার গয়না ও মুদ্রা পাওয়া যায়। তবে এর মধ্যে সোনা কতটুকু তা বলা যাচ্ছে না। পরীক্ষার জন্য গয়নাগুলো দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় পাঠানো হয়েছে।