মুন্সীগঞ্জে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার শহরের ইদ্রাকপুর এলাকায় জেলা পুলিশ লাইন প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা পুলিশের এ ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের অভ্যর্থনায় ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, সাংবাদিক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুশীল সমাজের নেতারা।