মুন্সীগঞ্জে ট্রাকের চাপায় পথচারী নিহত
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মিরাপাড়া মসজিদসংলগ্ন সড়কে ট্রাকচাপায় সবুরুন নেছা (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সবুরুন নেছার বাড়ি জেলার মীরকাদিম পৌরসভার বিনোদপুর বড় বাড়িতে।
স্থানীয় লোকজন জানায়, সবুরুন নেছা আজ রোববার রাত ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে আসা বিনোদপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লোকজন ট্রাকটি আটক করে ভাঙচুর করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার জানান, আজ রোববার রাত ৮টার দিকে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় সবুরুন নেছা নিহত হন। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালক পুলিশ হেফাজতে রয়েছে।