গাংনীতে শাড়ি, লুঙ্গি পেলেন ৪ হাজার দুঃস্থ
মেহেরপুরের গাংনীতে চার হাজার দুঃস্থ নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে খাদিজা আশরাফ ফাউন্ডেশন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এই কার্যক্রম শুরু হয়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পৌরসভার মেয়র যুবলীগ নেতা আশরাফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা পরিষদ সদস্য শাহানা ইসলাম শান্তনা, যুবলীগের সাবেক সভাপতি আবদুস সালাম, খাদিজা আশরাফ ফাউন্ডেশনের পরিচালক আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম প্রমুখ।