কুমিল্লার চান্দিনা বাজারে আগুন, পুড়ে গেছে ৪০টি দোকান
কুমিল্লার চান্দিনা সদর উপজেলার মধ্যবাজারে একটি মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৪০টি দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাবুল চৌধুরী মার্কেটের একটি দোকানে আগুন ধরে গেলে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে কসমেটিকস, জুতা, কাপড়, হার্ডওয়্যারসহ ২৫টি দোকানের মালামাল পুড়ে যায়।
কুমিল্লা, চান্দিনা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছালেহ আহম্মদ জানান, এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুদান ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।