ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
মেহেরপুরের গাংনীতে ইসলামী সংগীত প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হয়।
গাংনীতে এবারই প্রথম ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এমএন নেট ফাস্ট নামক একটি মোবাইল শোরুমের আয়োজনে প্রতিযোগিতাটি স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ৪২ জন প্রতিযোগী অংশ নিয়ে ফাইনালে ১১ জন নির্বাচিত হন। সেখান থেকে পাঁচজনকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজসেবক ও ডিস ব্যবসায়ী আনারুল ইসলাম বাবু, ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম ও মাসুদ হোসেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাদিসুর রহমান, মাওলানা ওয়াহিদুজ্জামান সেলিম ও মো. তৌহিদুল ইসলাম।