ছাত্রীর নামে অশ্লীল ভিডিও, আটক ৩
মেহেরপুরের গাংনী উপজেলার এক কলেজছাত্রীর নামে অশ্লীল ভিডিও প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করেছে একটি কম্পিউটার।
আটক ব্যক্তিরা হলেন গাংনীর বালিয়াঘাট গ্রামের বাসিন্দা সাহাবুল ইসলাম (২৫), কম্পিউটার দোকানি শামীম (৪০) ও গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্র (১৪)।
এদের মধ্যে সাহাবুল ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে বাকি দুজনের সহযোগিতায় এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। তিনি জানান, আটক স্কুলছাত্র কম্পিউটারে পারদর্শী। সাহাবুল তার সহযোগিতায় পর্নো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা একটি ভিডিওতে এক কলেজছাত্রীর নাম-ঠিকানা ও মুঠোফোন নম্বর লেখেন। এরপর ছাত্রীর পরিবারকে সামাজিকভাবে হেয় করতে তা শামীমের কম্পিউটারের দোকান থেকে বিভিন্ন বয়সী মানুষের মোবাইলে ছড়িয়ে দেওয়া হয়। এবং ভিডিওটি ওই ছাত্রীর বলে অপপ্রচার করে। বিষয়টি নজরে এলেও লোকলজ্জার ভয়ে কিছুই করতে পারছিল না ওই ছাত্রীর পরিবার। একপর্যায়ে এলাকায় ব্যাপক জানাজানি হলে ওই ছাত্রীর বাবা পুলিশকে মৌখিকভাবে জানান। এতে ক্ষিপ্ত হয়ে অষ্টম শ্রেণির ছাত্র গত ৬ জুন সাহাবুলের মোবাইল ফোন দিয়ে ছাত্রীর বাবাকে হুমকি দেয়। বাড়াবাড়ি করলে আরো ক্ষতি করা হবে বলে হুমকি দেয়। সেদিন থেকে ওই মোবাইল নম্বরের সূত্র ধরে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত প্রযুক্তির সহযোগিতায় গতকাল রোববার সন্ধ্যার পর সাহাবুল ও ওই ছাত্রকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের তথ্যমতে শামীমকে আজ সোমবার আটক করে কম্পিউটার জব্দ করা হয়। সাহাবুল ও স্কুলছাত্রকে আজ মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। ওই ছাত্রীর বাবা রোববার রাতে ছয়জনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেছেন।