মুন্সীগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা, ভেজাল সেমাই জব্দ
মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই হাজার ৪০০ কেজি ভেজাল চিপস, ১২ বস্তা ভেজাল সেমাই ও ৩০ কেজি বিষাক্ত ক্যামিকেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
এ সময় আল মদিনা চিপস অ্যান্ড ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা, রাজধানী চিপস অ্যান্ড ফ্যাক্টরিকে ৪০ হাজর টাকা এবং ভাই ভাই চিপস অ্যান্ড সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-১১ নারায়ণগঞ্জ কার্যালয়ের কমান্ডার শিবলী সাদিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় আল মদিনা চিপস অ্যান্ড ফ্যাক্টরি, রাজধানী চিপস অ্যান্ড ফ্যাক্টরি এবং ভাই ভাই চিপস অ্যান্ড সেমাই ফ্যাক্টরিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আমান সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।