ড. ইউনূসের সমালোচনায় অর্থমন্ত্রী
ড. মুহম্মদ ইউনূসের জন্যই ক্ষুদ্র ঋণের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ড. ইউনূস পরোক্ষভাবে মামলা দিয়ে সবকিছু বন্ধ করে রেখেছেন বলে জানান তিনি।
urgentPhoto
আজ সোমবার দুপুরে সচিবালয়ে 'ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যবিবরণী' এবং 'মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জাতীয় কৌশলপত্র' শীর্ষক দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেব নিজে যদিও সৃষ্টি করলেন যে এটা একটা ইনস্টিটিউশন হবে। তারপর উনিই হয়ে গেলেন গ্রামীণ ব্যাংক। সেটা নিয়েই আমাদের সঙ্গে যা কিছু ঝগড়া উনার। আর কোনো ধরনের ঝগড়া নাই। তার যে সিস্টেম, ভেরি গুড সিস্টেম। আমরা সেটা অবলম্বন করব অবশ্যই। হিজ সিস্টেম ইজ অলসো ডেভেলপড ওভার টাইম। এখন এটার ডেভেলপমেন্টের প্রয়োজন। কিন্তু সেই প্রয়োজনটা আমরা এগোতে পারছি না বিকজ অব হিম। ইনডাইরেক্টলি। কেননা উনি কেইস দিয়ে সবকিছু বন্ধ করে রাখলেন।’
অর্থমন্ত্রী আরো বলেন, শেয়ারবাজারকে এক সময় ফটকা বাজার বলা হতো। দীর্ঘ পাঁচ বছরের সংস্কার কার্যক্রমের মাধ্যমে এখন তা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে গড়ে তোলা হয়েছে। ২০১৫ থেকে ২০১৭ সাল মেয়াদের জন্য প্রণীত মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জাতীয় কৌশলপত্রে ১১টি কৌশলের বিপরীতে ১৩৮টি পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে। এসব পদক্ষেপ কোন কোন সংস্থা কত সময়ের মধ্যে বাস্তবায়ন করবে তাও কৌশলপত্রে উল্লেখ রয়েছে।