ঘাস কাটতে গিয়ে কৃষক ফিরলেন লাশ হয়ে
মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের পেছনের মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত মুকুল আলী শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুকুল আলী গতকাল মঙ্গলবার বিকেলে মাঠে ঘাস কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। পরে আজ দুপুরে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মুকুলের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশের একটি দল গিয়ে মুকুলের লাশ উদ্ধার করে। তবে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, মাঠে কাজ করতে গিয়ে হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।