ময়মনসিংহের আইনজীবীদের জজ আদালত বর্জন
অবিচারকসুলভ আচরণ, বাতিল হওয়া মামলার নথি আটকে রাখা, এজলাসে বসেই জামিন দেবেন না বলে ঘোষণা দেওয়াসহ ময়মনসিংহের জেলা ও দায়রা জজ রফিকুল আলমের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনেছেন আইনজীবীরা।
এসবের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে তাঁর আদালত বর্জন করেছেন জেলার আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জানান, আজ সকালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি ও সিনিয়র আইনজীবীরা দীর্ঘ বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল বুধবার আইনজীবীদের সাধারণ সভায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে ক্যামেরার সামনে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন মো. নুরুল হক।
আইনজীবী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন জানান, সৃষ্ট সমস্যা সমাধানে আগামীকালের সাধারণ সভা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগ পর্যন্ত আইনজীবীরা জেলা জজের আদালতে মামলা পরিচালনা করা থেকে বিরত থাকবেন।