কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের দক্ষিণ পাশে কুমিল্লা-লাকসাম সড়কে আজ মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। কুমিল্লা থেকে নোয়াখালীগামী উপকূল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ওষুধবাহী অপসোনিন কোম্পানির একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
ওতে পিকআপ ভ্যানের চালক চাঁদপুর জেলা সদরের আবদুল মমিনসহ দুজন নিহত হন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। আহত যাত্রীরা উপকূল পরিবহনের বাসের যাত্রী। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লার লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা-লাকসাম সড়কের চানপুর এলাকায় কুমিল্লা থেকে নোয়াখালীগামী উপকূল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপসোনিন কোম্পানির ওষুধবাহী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ দুজন মারা যান। আহত হয় আরো পাঁচজন। আহতদের চিকিৎসা দিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।