মাদক ব্যবসা ও হামলার অভিযোগে ইউপি সদস্য আটক
কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর হামলার ঘটনা ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাধাইয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন ও তাঁর চাচাতো ভাই মামুনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল পৌঁনে ৫টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রাম থেকে মহিউদ্দিনকে আটক করে চান্দিনা থানার উপপরিদর্শক সাজেদুল ইসলাম। একই সময়ে মাধাইয়া বাজার এলাকায় স্থানীয় লোকজন মামুনকে আটক করে পুলিশের হাতে দেয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ এনটিভি অনলাইনকে বলেন, ‘মহিউদ্দিনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ থাকায় তাঁকে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে।’
ওসি রসুল আহমদ জানান, সোমবার বিকেলে মাধাইয়ার কাশিমপুর এলাকায় ফেনসিডিল ও ইয়াবার চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক সাজেদুল কাশিমপুর এলাকায় অভিযান শুরু করলে মহিউদ্দিন পুলিশকে সরে যাওয়ার হুমকি দেন। পরে মহিউদ্দিন তাঁর লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ কনস্টেবল তাজুল ইসলাম, সাহাব উদ্দিন ও এনামুল হক আহত হন।
মহিউদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে ও পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদানের অপরাধে দুটি মামলা দায়ের হয়েছে বলে চান্দিনা থানার ওসি জানিয়েছেন।