চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে এনটিভির জন্মদিন পালিত
দর্শকপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৪ পেরিয়ে ১৫ বছরে পা দিয়েছে। চ্যানেলটির জন্মদিন উপলক্ষে চাঁদপুরে কেক কেটে ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এনটিভির জন্মদিন পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে আজ সোমবার দুপুরে এনটিভির দর্শক ফোরাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলার সদর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও দর্শক ফোরামের সদস্যদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে এনটিভির জন্মদিনের কেক কাটেন বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বেপারী।