মেহেরপুর শহরের কাথুলি বাজারে অগ্নিসংযোগ
মেহেরপুর শহরের কাথুলি বাজারের একটি হার্ডওয়ার দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি দোকানের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জনান, বিকেলে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার পাভেল তাঁর বন্ধুকে নিয়ে সিরাজুল ইসলাম হার্ডওয়ারের সত্ত্বাধিকারী জুয়েলের কাছে তাঁর পাওনা টাকা চাইতে আসেন। এ সময় তাঁদের সাথে জুয়েলের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জুয়েল তাঁদের মারধর করে আহত করেন। তাঁরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
ওসি আরো জানান, সন্ধ্যার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে জুয়েলের দোকানে আগুন দেয়। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরো কয়েকটি দোকান। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ঘটনার তদন্ত শেষে উভয় পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আহসান হাবীব।