নেত্রকোনা পৌরসভার ইফতার ও দোয়া মাহফিল
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে আজ মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় ইফতার মাহফিলে আগত আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
ইফতার অনুষ্ঠানে নেত্রকোনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ বায়েছ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবদুর রহিম, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ পৌরসভা এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সব কাউন্সিলর।