ময়মনসিংহে ছাত্রলীগ এলাকাবাসী সংঘর্ষ, আহত ১০
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগ ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দুই পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সংঘর্ষের ঘটনা ঘটে।
urgentPhoto
বাকৃবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও জেলা ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছিল। নিজেদের মধ্যকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ বিরোধের সূত্রপাত।
ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, স্থানীয় সূত্রে জানা গেছে- গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের সভাপতি বাবু বাকৃবি ফাস্ট গেইটে দাওয়াত খেতে এলে জেলা ছাত্রলিগের সভাপতি জসিমউদ্দিনের সমর্থকরা তাঁর মটর সাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনার জেরে রাত সাড়ে ১০টায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কেওয়াটখালি ওয়াপদা মোড়ে জসিমউদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটানো হয়।
হামলা চলাকালীন সময়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর সমর্থকরা। এসময় এলাকাবাসী ও বাকৃবি ছাত্রলিগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে একটি পাইপগানসহ আহত বাকৃবি ছাত্রলিগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কর্মী ওলিউর রহমান ওলি ও নুরে আলমকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
ওসি মো. কামরুল ইসলাম আরো জানান, সোপর্দকৃতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হযেছে। এই ঘটনায় ওই এলাকায় ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করা হযেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।