মেহেরপুরে এনটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের মধ্য দিয়ে মেহেরপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার সময় জেলা প্রশাসক পরিমল সিংহর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাংবাদিক তুহিন আরণ্য, মিজানুর রহমানসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভির জেলা প্রতিনিধি রেজ আন উল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক তুহিন আরণ্য। শেষে সেখানে প্রীতিভোজ এবং অতিথিদের উপহার দেওয়া হয়।