জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
জামালপুর শহরের বেলটিয়া মাদ্রাসা মোড়ে আজ শুক্রবার সকালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহত আরফান (৩০) জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর উজানপাড়ারর হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে শহরের বেলটিয়া মাদ্রাসা মোড় এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আরফান ও সাগর নামের অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরফানের মৃত্যু হয়। আহত সাগরকে (১৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।