যশোরে বিনামূল্যে চোখের চিকিৎসা
কাতারের দুটি দাতা সংস্থার সহায়তায় যশোরে দেড় সহস্রাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই শতাধিক রোগীর অস্ত্রোপচার করে চোখের ছানি সরানো হয়।
আজ বুধবার সকালে জেলার ঝিকরগাছা উপজেলার কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্স প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসাশিবিরের উদ্বোধন করেন কাতারের দাতা সংস্থা তাবাররু মাজমুয়াতু মিন আহলিল খায়রির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ ইবনে আহমদ আল উবাইদালি। এ সময় সেখানে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক ড. গাজী মো. জহিরুল ইসলাম, দাতা সংস্থার পক্ষে আব্দুল্লাহ আল বু আ ইনাইন, আবদুল্লাহ হামাদ নাসের, আব্দুল্লাহ আল উবাইদালী, নাসের হামাদ আল খালিদী ও কুয়েত ইসলামী ইয়াতিম কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা নাসীরুল্লাহ। চক্ষু চিকিৎসাশিবির চলে বিকেল ৫টা পর্যন্ত।