ডোবায় পড়ে শিশুর মৃত্যু
নরসিংদীতে পানিতে ডুবে রাইসা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা হাসপাতালের সীমানা প্রাচীরের পেছনে ডোবায় পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত রাইসা নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আবদুল সাত্তারের মেয়ে।
নিহত রাইসার পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সকালে রাইসা খাবার খেয়ে হাসপাতালের বাইরে বন্ধুদের সাথে খেলতে যায়। কিন্তু তার ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকে। পরে অনেক খোঁজাখুঁজির পর হাসপাতালের পেছনের একটি ডোবায় তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন।
বেলা ৩টায় জানাজা শেষে দাফনের উদ্দেশে লাশ ঢাকার সাভারে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সবার মধ্যে শোকের ছায়া নেমে আসে।