গাংনীতে বিজিবির বিরুদ্ধে বিক্ষোভ
মেহেরপুরের গাংনী উপজেলায় এরশাদ আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবির দাবি, এরশাদ আলীকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এরশাদ আলীকে মারধর করে তাঁর কোমরে ফেনসিডিলের বোতল গুঁজে দেন বিজিবি সদস্যরা।
আজ রোববার সকালে গাংনীর সহড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। এ ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দারা বিজিবির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ তৈরি করে এবং ক্যাম্প কমান্ডারের প্রত্যাহার দাবি জানায়।
স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার সময় সহড়াতলা গ্রামের বাসিন্দা এরশাদ আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি হোটেলে খাবার খাওয়ার জন্য প্রবেশ করে। এ সময় সাদা পোশাক পরা দুজন বিজিবি সদস্য এরশাদ আলীকে আটক করে নিয়ে যান। পরে বিজিবির সদস্যরা একটি ফেনসিডিলের বোতল এরশাদ আলীর কোমরে গুঁজে দেন। এ সময় ওই বোতলটি এরশাদ ছুড়ে ফেলে দিলে বিজিবি সদস্যরা এরশাদ আলীকে মারধর করে পুনরায় ফেনসিডিলের বোতলটি কোমরে গুঁজে দিয়ে তাঁকে ক্যাম্পে নিয়ে যান।
ওই হোটেলের মালিক ইলিয়াস আলী সাংবাদিকদের জানান, এরশাদ আলী হোটেলে নাস্তা করতে আসার এক মিনিটের মধ্যে ‘সিভিল পোশাকে’ দুজন বিজিবি সদস্য তাঁকে (এরশাদ) আটক করে নিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা এরশাদের কোমরে ফেনসিডিলের বোতল গুঁজে দেন।
এদিকে খবর পেয়ে সাংবাদিকরা বিজিবির সহড়াতলা ক্যাম্পে গেলে একাধিক বিজিবি সদস্য তর্কে জড়িয়ে পড়েন এবং কোনো তথ্য দিতে অস্বীকার করেন। পরে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের নাম ঠিকানা মোবাইল নম্বর নেওয়ার জন্য সড়কের মাঝখানে দাঁড়িয়ে পথরোধ করেন।
সহড়াতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার তসলিম উদ্দিন জানান, এরশাদ আলীকে ফেনসিডিল দিয়ে না কি অন্য কিছু দিয়ে আটক দেখানো হবে, নাকি ছেড়ে দেওয়া হবে তা এখনি বলা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন তসলিম উদ্দিন।
কুষ্টিয়ায় অবস্থিত বিজিবির ৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল ইসলাম বলেন, ‘নিরপরাধ কোনো ব্যক্তি হয়রানির শিকার হবে না। যাকে ধরে আনা হয়েছে সে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।’
ফেনসিডিল কোমরে গুঁজে এরশাদকে আটক করা হয়েছে-এ রকম অভিযোগের ব্যাপারে রাশেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’