পায়রায় ট্রলারডুবি: ৭ লাশ উদ্ধার
বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীতে ট্রলারডুবির ঘটনায় সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি, এখনো একজন নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার পর থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে।
উদ্ধার হওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কুয়াকাটা থেকে বরগুনার চলাভাঙা দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে দুই শতাধিক যাত্রী নিয়ে এফবি খাদিজা নামের একটি ট্রলার যাত্রা শুরু করে। দুপুর ১২টার দিকে পায়রা নদীর তেঁতুলবাড়িয়ায় পৌঁছালে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ও জেলেদের সহায়তায় তাৎক্ষণিক অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হয়।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে পাথরঘাটা কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কে এম রাহাতুজ্জামানের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী মো. জয়নাল মিয়া (৬৫), নাঈম (৯), ইউসুফ মাঝি (৫৫), মফিজ উদ্দিন (৫২), আমির আলী (৬০), আলী হোসেন (৩০) ও হারুন (৬০) এই সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহীপুর ও লতাচাপলী গ্রামে।
বরগুনার জেলা প্রশাসক মীর জহিরুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এখন উদ্ধারকাজ চলছে। তিনি আরো জানান, এরই মধ্যে নিহতদের পরিবারের সদস্যদের পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।