মুন্সীগঞ্জে কুপিয়ে ও পিটিয়ে জেলেকে হত্যা
পদ্মা নদীতে মাছ ধরা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শ্রীনগরে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শাহজাহান সারেং (৫৫) নামের এক জেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
আজ শুক্রবার সকালে পুলিশ শ্রীনগরের ভাগ্যকুলে পদ্মা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে। গ্রেপ্তার করে গোপাল রাজবংশী (৪৫) নামের এক জেলেকে। দুপুর ১২টার দিকে শাহজাহানের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান জানান, নিহতের স্ত্রী জাহানারা বেগম আজ সকাল ১০টার দিকে গোপাল রাজবংশীকে প্রধান আসামি করে প্রতিপক্ষের সাত জেলের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এসআই জানান, শ্রীনগরের ভাগ্যকুল এলাকাসংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরা নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলে গোপাল রাজবংশী ও শাহজাহান সারেংয়ের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে গোপালের নেতৃত্বে একদল জেলে শাহজাহান সারেংকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।