মেহেরপুরে গৃহবধূর লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনীতে চম্পা খাতুন (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার জোড়পুকুর গ্রামের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। চম্পা খাতুন জোড়পুকুর গ্রামের প্রবাসী শাহিন আলীর স্ত্রী।
এ হত্যার সঙ্গে দেবর রায়হান আলী জড়িত বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহত চম্পা খাতুনের ভাতিজা ইলিয়াস হোসেন জানান, তাঁর ফুফু চম্পা খাতুন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা গেছেন, এমন সংবাদ দেওয়া হয় তাঁদের। খবর পেয়ে তাঁরা ওই বাড়িতে যাওয়ার আগেই ফুফুর বাড়ির সদস্যরা লাশ দাফনের জন্য তোড়জোড় শুরু করে দেয়। পরে লাশের কাছে গিয়ে দেখেন গলায় দাগ রয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা জানান, রায়হান আলী কিছুদিন আগে বিদেশ থেকে বাড়ি ফিরেছেন। বাড়িতে দু-একজন ছাড়া কেউ থাকেন না।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, লাশের সুরত হাল প্রতিবেদন করার সময় গলায় একাধিক আঘাতে চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁর দেবর রায়হান তাঁকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করতে পারে। এ ছাড়া তাঁদের দুজনের মধ্যে পরকীয়া বা অর্থনৈতিক লেনদেনের বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে বলে তিনি জানান।