গাংনীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
মেহেরপুরের গাংনীতে নিলুফা খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী মনিরুল ইসলাম পলাতক।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিলুফা খাতুন তেঁতুলবাড়িয়া সাজিপাড়ার মনিরুল ইসরামের স্ত্রী ও বালিঘাট গ্রামের রজব আলীর মেয়ে।
নিলুফা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর স্বজনরা।
নিহত নিলুফার খালা লতিফা খাতুন জানান, নিলুফাকে শ্বাসরোধ করে হত্যা করা হলেও গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে বলে প্রচার করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
নিলুফা খাতুনের বড় খালা আহাতন নেছা বলেন, ‘আমরা লাশের কাছে পৌঁছানোর আগে তড়িঘড়ি করে মৃতদেহ ধোয়া হয়। হত্যার বিচার চাই।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কাফরুজ্জামান জানান, নিলুফা খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সে কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।