বিএসএফের হামলা, বিজিবি-এলাকাবাসীর ধাওয়া
সাতক্ষীরার কলারোয়ায় মাদরা সীমান্তে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে স্থানীয়দের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে বিএসএফকে ভারতে পাঠিয়েছে।
আজ শুক্রবার ভোরে সীমান্তের প্রধান পিলার ১৩-এর সাবপিলার ৩-এর আওতায় রিভার পিলার ১১-এর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, রাখালরা কয়েকটি ভারতীয় গরু বাংলাদেশে নিয়ে এসেছে—এমন খবর পেয়ে সেগুলো ফিরিয়ে নিতে বিএসএফ বাংলাদেশ অংশে ঢুকে যায়। তারা অতর্কিতে গ্রামবাসীর ওপর হামলা করে। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, আজ খুব ভোরে বিএসএফের হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য স্পিডবোট ও নৌকা নিয়ে সোনাই নদীর বাংলাদেশ সীমান্তে আসে। এ সময় তাদের মধ্যে দুজন অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে কোনো কারণ ছাড়াই গ্রামবাসীকে তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে ধস্তাধস্তি বেধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে বিজিবি এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা পালিয়ে যায়।
আবদুর রব বলেন, পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য ২০টি গুলিসহ একটি বন্দুক ও একটি দেশি নৌকা ফেলে রেখে যায়।
সুবেদার আবদুর রব আরো জানান, মাদরা সীমান্তে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি ও বিএসএফের ১৫২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার পতাকা বৈঠকে মিলিত হন। বৈঠকে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে আর এমনটি হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা। সৌহার্দ্যপূর্ণ এ পতাকা বৈঠক শেষে বিজিবির জব্দ করা অস্ত্র ও গুলি বিএসএফকে ফেরত দেওয়া হয়।