বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত পাড়ি দেওয়া দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাঁরা হলেন উপজেলার হুদাপাড়া গ্রামের লস্কর আলীর ছেলে বগু মিয়া (৩০) ও হজরত মোল্লার ছেলে আজগর আলী (৪০)।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটকদের ফেরত চেয়ে দুপুর দেড়টায় বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক এস এম মনিরুজ্জামান।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে ছয়-সাত গরু ব্যবসায়ী জগন্নাথপুর সীমান্তের ৯৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের সীমান্তে প্রবেশ করে। এ সময় নদিয়া জেলার চাপড়া থানার গোংড়া ক্যাম্পের টহলরত ৮১ ব্যাটালিয়ন বিএসএফ বগু মিয়া ও আজগরকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়।