অবৈধভাবে ফেরার পথে ১৫ বাংলাদেশি আটক
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল-পুটখালী সড়ক থেকে ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে মিনা খাতুন (১৯), রতনা খাতুন (২১), রেশমা খাতুন (২০), আমিরন নেছা (২৩), মিনু খাতুন (১৮), কমলা বেগম (৪১), সালমা বেগম (৩৭), পাখি বেগম (২২), ঝরনা খাতুন (২১), মনিরা খাতুন (২২), সুমাইয়া খাতুন (২১), তরিকুল ইসলাম (১৯), আলতাফ হোসেন (২০), রিপন মিয়া (১৭) ও শাহাদৎ হোসেন (২৫)। তাদের বাড়ি সাতক্ষীরা, নড়াইল ও বাগেরহাট জেলায়।
২৬-বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার আইয়ুব আলী জানান, আটককৃতরা দীর্ঘদিন অবৈধভাবে ভারতের মুম্বাই শহরে বসবাস করেছে। সেখান থেকে দালালের মাধ্যমে বাড়ি ফেরার পথে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।