ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ইফতার অনুষ্ঠিত
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নান্দাইল উপজেলার ঝালুয়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি শাহ শহীদ সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আলী আজগর, উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্দোলনের সময় আসছে। এই জুলুমবাজ সরকারকে আন্দোলনের মাধ্যমেই ক্ষমতাচ্যুত করতে হবে।