সিলেটে ছাত্রলীগকর্মী খুন, চারজন গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগকর্মী খালেদ আহমেদ লিটু খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। লিটুর বাবা খলিল উদ্দিন সাতজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে এই মামলা করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, পুলিশ আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে। দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযান চালিয়ে একটি রিভলবার ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
গতকাল সোমবার বিয়ানীবাজার সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামার পর কলেজের একটি কক্ষের ভেতর গুলিবিদ্ধ হন ছাত্রলীগকর্মী লিটু। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লিটু ঘটনাস্থলেই মারা যান।
এদিকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিটু বহিরাগত সন্ত্রাসী। তিনি ছাত্রলীগের কেউ নন। নিজ অস্ত্রের ম্যাগাজিন লোড করতে গিয়ে তিনি গুলিতে নিহত হয়েছেন।