নেত্রকোনায় সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোপালাশ্রম গ্রামে সংঘর্ষের ঘটনায় আরো একজন মারা গেছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আল-আমীন (২৩) নামে ওই যুবক মারা যান।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নায়েব আলী (৫৫) নামে আহত একজনের মৃত্যু হয়।
এসআই আব্বাস আলী জানান, গোপালাশ্রম গ্রামের মৃত রেজু মিয়ার ছেলে ফারজুল ইসলামের সঙ্গে নূর হোসেনের ছেলে ওয়াশিদ মিয়ার পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে গত ৪ জুন দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
টানা দেড় ঘণ্টা চলা সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। মারা যাওয়া আল আমীন ও নায়েব আলী দুজনই ফারজুল ইসলাম পক্ষের লোক ছিলেন।
বুধবার নায়েব আলীর ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নামোল্লেখ করে হত্যা মামলা করেছেন। এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই আরো জানান, আল-আমীন মারা যাওয়ার সংবাদ এলাকায় পৌঁছার পর উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।