মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের ঘাট দখলের প্রতিবাদ
মৌলভীবাজার পৌরসভার একমাত্র প্রতিমা বিসর্জনের ঘাটটি দখলের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।
আজ শনিবার দুপুরে প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটির ব্যানারে চৌমুহনা চত্বরে মানববন্ধনে পৌর এলাকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষরা অংশ নেন।
বিসর্জন ঘাট রক্ষা কমিটির আহ্বায়ক ফনীন্দ্র কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাখন লাল দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, প্রমথ রঞ্জন পাল, আশুরঞ্জন দাশ, অ্যাডভোকেট বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মৌলভীবাজার শহরের ফরেস্ট কার্যালয় রোড সংলগ্ন মনু নদীতে সনাতন ধর্মীয়দের ঐতিহ্যবাহী প্রতিমা বিসর্জনের ঘাট রয়েছে। সনাতন ধর্মীয় জনসাধারণ যুগ যুগ ধরে এখানে প্রতিমা বিসর্জন করে আসছেন। সেই প্রতিমা বিসর্জনের প্রবেশ পথ দখল করে মুক্তিযোদ্ধা সংসদ আরেকটি নতুন ভবন নির্মাণ করছে। এতে প্রতিমা বিসর্জন বাধাগ্রস্ত হবে।
অবিলম্বে ভবনের নির্মাণকাজ বন্ধ করে প্রতিমা বিসর্জনের প্রবেশ পথ দখলমুক্ত করার আহ্বান জানান বক্তারা।
পরে একই দাবিতে চৌমুহনা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন প্রতিমা বিসর্জন ঘাট রক্ষা কমিটির নেতারা।