ঝিনাইদহে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্তের কুশুমপুর বিওপির কাছে ও ভারতের ফতেপুর-নোনাগঞ্জ এলাকার মাঠে ঘটনাটি ঘটে।
আহত দুজনের মধ্যে আবদুর রশিদকে (৪০) ভারতের কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অন্যজন হলেন রশিদের ভাতিজা তরিকুল ইসলাম। রশিদ মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
রশিদের আরেক ভাতিজা শাহিন জানান, তাঁর চাচা বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তাঁকে বিএসএফের হেফাজতে ভারতের শক্তিনগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহেশপুরের অনন্তপুর গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র মুখার্জি জানান, আবদুর রশিদসহ গ্রামের ১৫-১৬ জনের একটি দল সীমান্তের চাপাতলা বারইঘাট এলাকায় কাঁটাতারের বেড়া কেটে ভারতে গরু আনতে যান। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় এলাকার ফতেপুর ক্যাম্পের উত্তরের বড়মাঠ স্থানে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এ সময় রশিদের পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একটি গরু মারা যায়। একই ঘটনায় তরিকুল ইসলাম সামান্য আহত হন।
নারায়ণ চন্দ্র আরো জানান, আহত রশিদকে বিএসএফ সদস্যরা উদ্ধার করে স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করেন।