পছন্দের ঈদের পোশাক পেল শিশুরা
মুন্সীগঞ্জের ১৮৭ জন দরিদ্র শিশু এবার দামি দোকান থেকে নিজেদের পছন্দের ঈদের পোশাক পেয়েছে। ‘একই বৃত্তে ২৫’ সংগঠনের উদ্যোগে তাদের ওই পোশাক দেওয়া হয়েছে।
শহরের পৌর মার্কেটের তৃতীয় তলায় ‘একই বৃত্তে ২৫’ সংগঠনের কার্যালয়ে আজ শনিবার বেলা ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে নতুন পোশাক তুলে দেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। একই সময় ৫০০ দরিদ্র নারী ও পুরুষকে শাড়ি বা লুঙ্গি দেওয়া হয়। হতদরিদ্র এক ব্যক্তিকে নতুন রিকশাভ্যান ও একজনকে এক বান্ডেল টিন দেওয়া হয়।
পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘একই বৃত্তে ২৫’ সংগঠনের সভাপতি ও এমআই সিমেন্ট ও জিপিএস গ্রুপের পরিচালক আব্দুল আহাদ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইদুর বিন সামাদ সুহৃদ, সহ-সভাপতি মো. শওকত, মো. আনোয়ার হোসেন, সদস্য মো. সালাম হাজারী, মো. আবিদ হোসেন, মো. কামাল, মো. দেলোয়ারসহ প্রমুখ।
আব্দুল আহাদ এনটিভি অনলাইনকে বলেন, বৃহস্পতিবার রাতে শিশুদের শহরের জিএস সিটি মার্কেটে নিয়ে তাদের পছন্দের পোশাক কেনা হয়। আজ তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ওইসব পোশাক তুলে দেওয়া হয়।